• ...
মেনু নির্বাচন করুন

নিয়ম এবং প্রবিধান :


ছাত্র-ছাত্রীর আচরণ বিধি ও বিশেষ নির্দেশনাবলী


১। পরম করুনাময় সৃষ্টিকর্তাকে স্মরণ করে পাঠ আরম্ভ করবে।
২। মাতা-পিতা, শিক্ষক-শিক্ষিকা ও বড়দের শ্রদ্ধার সাথে মান্য করবে এবং সালাম দিবে।
৩। সৎ চিন্তা করবে, সৎ পথে চলবে, সত্য কথা বলবে, অন্যায়কে ঘৃণা করবে।
৪। প্রতিষ্ঠানের ইউনিফর্ম  পরিধান করে নিয়মিত শ্রেণি কক্ষে আসবে।
৫। জাতীয় সংগীত, শপথ বাক্য ও সূরা ফাতিহা/গীতাপাঠ/বাইবেলপাঠ শুন্ধরদে মুখস্থ করবে।
৬। কখনো শ্রেণিকক্ষের ভিতরে-বাইরে বা অন্য কোথাও কোন শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণ করবে না বা কোন প্রকার অশ্লীল কথাবার্তা বলবে না।
৭। ক্লাস শুরুর ১৫ মিনিট পূর্বে বিদ্যালয়ে আসবে, যথারীতি "সমাবেশে' যোগদান করবে এবং সেখান থেকে সারিবদ্ধভাবে শ্রেণিকক্ষে প্রবেশ করবে।
৮। শ্রেণি কক্ষে কেহ হৈচৈ, অযথা কথা বলা বা হাঁটাচলা করে শৃঙ্খলা পরিপন্থী কোন কাজ করবে না।
৯। ক্লাস চলাকালিন টিফিন পিরিয়ড ব্যতীত অন্য কোন সময় কোন শিক্ষার্থী বিনা প্রয়োজনে অনুমতি ব্যতিত শ্রেণি কক্ষের বাইরে যেতে পারবে না।
১০। শ্রেণিকক্ষ পরিস্কার পরিচ্ছন্ন ও সুসজ্জিত রাখা এবং ময়লা আবর্জন নির্ধারিত ঝুড়িতে রাখা সকল শিক্ষার্থীর দায়িত্ব ও কর্তব্য।
১১। এক শ্রেণির শিক্ষার্থী অন্য শ্রেণিতে কোন অবস্থাতেই প্রবেশ করতে পারবে না। উপরের শ্রেণির শিক্ষার্থীদের সাথে নিচের শ্রেণির শিক্ষার্থীরা সম্মানের সাথে কথা বলবে এবং ছোটদের সাথে স্নেহসুলভ আচরণ করবে।
১২। কোন শিক্ষার্থী ১ দিনের বেশি অনুপস্থিত থাকলে অভিভাবক সহ দরখাস্ত নিয়ে প্রধান শিক্ষকের অনুমতি সাপেক্ষে ক্লাস করার সুযোগ পাবে। 
১৩। কোন শিক্ষার্থী বিদ্যালয় কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতিরেখে বিদ্যালয় ত্যাগ করতে পারবে না।
১৪। টিফিন পিরিয়াডের পর ওয়ানিং বাজার সাথে সাথে শ্রেণি কক্ষে প্রবেশ করবে।
১৫। খেলাধুলা এবং বিদ্যালয়ের যে কোন অনুষ্ঠানে শান্তি-শৃঙ্খলা একতা বজায় রাখবে ও সকল শিক্ষার্থী বিদ্যালয়ে অবস্থান করবে।
১৬। বিদ্যালয়ের শৌচাগার ব্যবহার করবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে।
১৭। প্রতি পিরিয়ডে শিক্ষকমন্ডলী যে পাঠাদন করবেন তা সংক্ষিপ্ত ভাবে ডায়েরীতে লিপিবদ্ধ করবে।
১৮। পরীক্ষার হলে কোনভাবে নকল করার চেষ্টা করবে না, কথাবার্তা বলবে না, বইপত্র বা লেখা কোন কাগজ সাথে আনবে না। নকলের প্রস্তুতি নিলে বা নকল করলে তাৎক্ষণাৎ বহিস্কার করা হবে।
১৯। বিদ্যালয়ের অভ্যন্তরীন সকল পরীক্ষায় প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরিক্ষায় অংশগ্রহণ না করলে ঐ বিষয়ে অকৃতকার্য ধরা হবে।
২০। বিদ্যালয় খোলার তারিখ ও বন্ধের তারিখ কোন শিক্ষার্থীই অনুপস্থিত থাকতে পারবে না।
২১। বিদ্যালয় ছুটির পর সকল লাইট ফ্যান বন্ধ করে সকল শিক্ষার্থী সারিবদ্ধ ভাবে নিঃশব্দে শ্রেণি ত্যাগ করবে।
২২। অর্ধ-বার্ষিক ও বার্ষিক পরীক্ষায় গড় জি.পি.এ/প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের চূড়ান্ত ফলাফল নির্ধারিত হবে।
২৩। পাঠোন্নতি পত্রে কোন লেখা, নম্বর, শিক্ষকের মন্তব্য কোন শিক্ষার্থী ঘষামাজা কিংবা তুলে ফেলার চেষ্টা করবে না। এ ধরনের কোন ত্রুটি দেখা গেলে অবশ্যই অভিভাবক নিয়ে এসে তার জবাব দিতে হবে।
২৪। কোন শিক্ষার্থী স্বর্ণালঙ্কার, মোবাইল/ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না।
২৫। বহিরাগত বন্ধু-বান্ধব নিয়ে কোন শিক্ষার্থী প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবে না।
২৬। বিদ্যালয়ের সম্পদ কেউ নষ্ট করবে না, কোন সম্পদ নষ্ট হতে দেখলে বাঁধা দেবে এবং কর্তৃপক্ষকে তৎক্ষণাৎ জানাবে।