cb6
Our Affiliate Official Link with Highest Winning Rate in Bangladesh:
কাজলাকাঠী হাফেজ তালুকদার মাধ্যমিক বিদ্যালয়টি বরিশাল জেলার,বাকেরগঞ্জ উপজেলার, ৩নং দাড়িযাল ইউনিয়নের কাজলাকাঠী গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি ১৯৭০ সালে স্থাপিত হয়। বিদ্যালয় কোডঃ ১৮২৫। ই.আই.আই.এন নং-১০০৪৪৯। ইমেল নাম্বার kazlakathihths@gmail.com. প্রতিষ্ঠানটি একটি মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত। বর্তমানে এর জমির পরিমান ১.৭২ একর।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাঃ
মরহুম বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম তালুকদার (সাবেক চেয়্যারম্যান ৩নং দাড়িযাল ইউনিয়ন )
দাতাগন হলেনঃ
মরহুম জনাব মোজাম্মেল হোসেন শিকদার (বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য),
মরহুম বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম তালুকদার (সাবেক চেয়্যারম্যান ৩নং দাড়িযাল ইউনিয়ন ),
জনাব ফকরুল ইসলাম তালুকদার (বিসিষ্ট সমাজ সেবক) ,
জনাব এ.টি.এম জহুরুল ইসলাম তালুকদার (সাবেক প্রধান শিক্ষক কাজলাকাঠী হাফেজ তালুকদার মাধ্যমিক বিদ্যালয়)
বিদ্যালয়ের পড়াশুনার মান সন্তোষজনক ও আইন-শৃঙ্খলা অনেক ভালো। প্রতি বছর অনেক ছাত্র-ছাত্রী পরীক্ষায় ভালো ফলাফল করে বের হয়।
বিদ্যালয়টির প্রথম প্রধান শিক্ষক জনাব মোঃ মোসলেম আলী খান (বি,এ, বি,এড)
পর্যায়ক্রমে এ দায়িত্বে ছিলেন-
কাজলাকাঠী হাফেজ তালুকদার মাধ্যমিক বিদ্যালয়টি দেশব্যাপি সু-পরিচিত। অত্র প্রতিষ্ঠান থেকে মেধাবী ছাত্র-ছাত্রী বের হয়ে বিভিন্ন সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তাদের মধ্য থেকে কয়েকজনের নাম উল্লেখ করা হলোঃ জনাব আবদুল কাদের আকন (সিনিয়ার অফিসার জনতা ব্যাংক লিঃ), এনায়েত হোসেন মান্নান (পুলিশ সুপার,বাংলাদেশ পুলিশ), এ.বি.এম জাহিদ হোসেন (উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার) , ফাকেহা জাবীন (এম.বি.বি.এস. বি.সি.এস স্বাস্থ্য ), তালুকদার তালহা জোহায়েফ তুষার (এম.বি.বি.এস), ডলি আক্তার (এম.বি.বি.এস) , মজিবর বিশ্বাস (সহকারি সচিব), মোঃ মিরাজ হোসেন (বি.সি.এস ভেটেনারি), এছারা প্রতিবছর সাংস্কৃতিক খেলাধুলা তথা লেখা-পড়ায় জাতীয়ভাবে বিদ্যালয়টির নাম সুপরিচিত।
বর্তমানে বিদ্যালয়ে
১. ছাত্র-ছাত্রীর সংখ্যাঃ ৪০০ জন প্রায়
২. শিক্ষক সংখ্যাঃ ১২ জন।
৩. কর্মচারি সংখ্যাঃ ০৪জন।
৪. শ্রেণীকক্ষঃ ০৯টি।
এছারাও প্রয়োজনীয় অফিস কক্ষ আছে। সুদক্ষ পরিচালনা পর্ষদ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর পরিচালনায় বিদ্যালয়টি দিন দিন ছাত্র-ছাত্রীর শিক্ষার উন্নয়নে বলিষ্ঠ ভুমিকা পালন করছে।